তেহরান (ইকনা): তেহরানে এই সপ্তাহের জুমার নামাজের প্রথম খুতবায় হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ বলেছেন: আজকের অনেক সমস্যা ও প্রতিবাদ মেধাতন্ত্র থেকে আমাদের দূরত্বের কারণে। ধর্মীয় ব্যবস্থায় এই যোগ্যতা, বিশেষ করে ব্যবস্থাপনার সামষ্টিক স্তরে, দুটি নীতিতে ফিরে যায়; প্রথমটি হল তাকওয়া, আমানাতদারী, বাইতুল মাল ও মানুষের অধিকারের প্রতি শ্রদ্ধা এবং অপরটি হল: অন্যটি জ্ঞান এবং দক্ষতা এবং পরিচালনার ক্ষমতা।
সংবাদ: 3472801 প্রকাশের তারিখ : 2022/11/11